রাজধানীসহ সারা দেশে আবারো ভূমিকম্প

16/05/2015 8:24 pmViews: 7
রাজধানীসহ সারা দেশে আবারো ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকালে এ ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়,  বিকাল ৫টা ৩৫ মিনিট ১০ সেকেন্ডে নেপালের রামেসাফ এলাকা থেকে ২৪ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এর দূরত্ব ৭৬ কিলোমিটার পূর্বদক্ষিণ পূর্বে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ ভূকম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উ‍ৎপত্তিস্থল ছিল নেপালের রামেচাপ জেলার ২৪ কিলোমিটার উত্তরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

Leave a Reply