রাজধানীসহ সারাদেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার

14/04/2016 11:22 amViews: 3
রাজধানীসহ সারাদেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার
 
রাজধানীসহ সারাদেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার
বর্ষবরণ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে রাজধানীর রমনা বটমূল এবং তত্সংলগ্ন এলাকায় অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
রমনা বটমূল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা ইনস্টিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি ও শাহবাগ মোড় হতে মত্স্য ভবন পর্যন্ত সড়কে রকমারি অনুষ্ঠানসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে মেলা বসবে। এসব এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
রমনা বটমূল এলাকার বাইরে ও ভিতরে চেকপোস্ট এবং টহলসহ পর্যাপ্ত পরিমাণ রুফটপ অবজারভেশন পোস্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা ২৪ ঘন্টা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। ১৪ এপ্রিল অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রাজধানীসহ সারাদেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার থাকবে। র‌্যাবের সহযোগিতা পেতে রমনা পার্কে র‌্যাবের কন্ট্রোল রুম: ০১৭৭৭৭১০৩০৩  নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply