রাজধানীর স্কুলে ভর্তি ফি ১০ থেকে ২০ ভাগ বাড়ানোর নির্দেশনা
ওইসব অভিযোগ সম্পর্কে খোঁজ-খবর নিতে গিয়েই এ বিলম্ব হচ্ছে বলে জানায় কমিটি।
ওদিকে এ প্রতিবেদন না পাওয়ার কারণে শিক্ষা মন্ত্রণালয়ও এ সম্পর্কে ব্যবস্থা নিতে পারছে না।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ সম্পর্কে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে একটি নীতিগত সিদ্ধান্ত অনুমোদন হয়ে আছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে আরেকটি অভিন্ন নীতিমালা জারি করা হবে। তাতে ১০ থেকে ২০ ভাগ পর্যন্ত ফি বাড়ানোর নির্দেশনা থাকছে।
তথ্যানুসন্ধান কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) একেএম মোস্তফা কামাল জানান, স্যাম্পলিং হিসেবে আমরা প্রথমে রাজধানীর পাঁচটি স্কুলে সরেজমিন তথ্যানুসন্ধান করি। পরে আরও দুটি প্রতিষ্ঠান যুক্ত হয়।
তিনি বলেন, এরই মধ্যে ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ, মাইলস্টোন স্কুল ও কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজসহ ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত একাধিক স্কুল সম্পর্কে আমাদের কাছে তথ্য এসেছে।