রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত জঙ্গি মুরাদের কাছে গ্রেনেড ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘তার কাছে চাপাতি ও গুলিও ছিল। তার ছোড়া গ্রেনেড, গুলি ও চাপাতির আঘাতে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। আহতদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে।’
নিহত মুরাদ জেএমবির সামরিক শাখার প্রধান বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান।
পুলিশ জানিয়েছে সে নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ‘সেকেন্ড ইন কমান্ড’।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রূপনগরে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান। তিনি বলেন, রূপনগরের শিয়ালবাড়ি এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এ সময় রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও এসআই মো. মোমেনুর রহমান আহত হন। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মুরাদের পরিচয় জানতে চাইলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘সে জেএমবির সামরিক প্রশিক্ষক। সংগঠনের মধ্যে মেজর মুরাদ নামে পরিচিত ছিল।’