রাজধানীর মালীবাগে বোমাসহ ১২ জন আটক
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালীবাগে অভিযান চালিয়ে ১০টি বোমাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে কিছু লিফলেটও জব্দ করা হয়।শনিবার বিকাল সাড়ে চারটায় মৌচাক ফরচুন মার্কেটের বিপরীত পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শাহজাহানপুর থানার ওসি জিয়াউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তারা সহিংসতার জন্য মিটিং করছিল বলে জানা যায়। এদেরকে জামায়াত-শিবিরের কর্মী বলে দাবি করেন তিনি।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে আটকৃতদের নাম এখনো জানা যায়নি।