রাজধানীর গেন্ডারিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই অপহরণকারী নিহত

03/03/2014 9:21 pmViews: 4

 

 

 

bonduk juddo রাজধানীর কদমতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই অপহরণকারী নিহত হয়েছে। এ ঘটনায় তিন র‌্যাব সদস্যও আহত হয়েছেন বলে র‌্যাব সূত্র জানিয়েছে। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম সারোয়ার জানান, সোমবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানান, কদমতলীর একটি বাসার চিলেকোঠায় অপহারণকারীরা কয়েকজনকে অপহরণ করে নির্যাতন চালাচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে দুই অপহরণকারী এবং তিন র‌্যাব সদস্য আহত হন। আহতদের চিকিৎসার জন্য মিটফোর্ট হাসপাতালে পাঠালে সেখানে দুই অপহরণকারী ওয়াসিম ও সংগ্রামের মৃত্যু হয়। অভিযানে অপহৃত ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে অপহৃত রানাকে (১৮) আশুলিয়া, জাহাঙ্গীরকে (৩০) জিরাবো, জনীকে(৩২) সাইনবোর্ড এবং আক্তারকে(৪২) সানারপাড়া এলাকা থেকে অপহরণ করা হয়েছিলো। অপহৃত সকলের শরীরেই নানা ধরনের নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

Leave a Reply