রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে আন্তঃনগর ট্রেনের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ১৩ মে : রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে ট্রেনের ৩টি বগি পুড়ে যায়।
জানা যায়, দুপুরে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনটির খাবারের বগিতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।