রাজধানীতে ৯ গাড়িতে আগুন
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় সোমবার রাজধানীতে ৯টি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাতরা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সকাল ৮টার দিকে মগাবাজার রেলগেটে গাজীপুরগামী প্রভাতি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
সকাল ৮টার দিকে কাজীপাড়ায় গ্রামীণ পরিবহনের একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতরা। এতে বাসটিতে আগুন ধরে যায়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইস্কাটন লেডিস ক্লাবের পাশে একটি প্রাইভেট কারে আগুন দেয়া হয়।
প্রায় একই সময় শেরাটন হোটেলের পাশে অপর আরেকটি প্রাইভেট কারে আগুন দেয় অজ্ঞাতরা।
দুপুর ১টার দিকে মিরপুরের প্রশিকা ভবনের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।
রাত সোয়া ৮টার দিকে বাড্ডা এলাকায় একটি বাসে আগুন দেয় অজ্ঞাতরা।
রাত পৌনে ৯টার দিকে মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে কদমতলীর ধোলাইপাড়ে (ঢাকা মেট্রো-জ ১১-২৯৭৭) বোরাক পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
বাড্ডার লিংক রোডে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা। বিকাল ৪টার দিকে ওই বাসে আগুন দেয়া হয়।