রাজধানীতে ৬ জনকে জবাই করে হত্যা

21/12/2013 9:22 pmViews: 6

murderঢাকা : রাজধানীর গোপীবাগ এলাকার আর কে মিশন রোডের ৬৪/৬ নম্বর বাসায় একই বাসায় ৬ জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় চার তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, লুৎফর রহমান ফারুক (৬০)। তিনি একজন পীর। তার ছেলে মনির হেসেন (৩০)। তিনি এবি ব্যাংকের কর্মকর্তা। বাড়ির কেয়ার টেকার মঞ্জু (৩০) এবং লুৎফর রহমানের অনুসারী রাসেল (২৮), মজিবুর (৩০) ও শাহিন (২৯)। অনুসারীদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ। ওয়ারি জোনের উপ-পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত লুৎফর রহমানের স্ত্রী জানান, মাগরিবের নামাজের আগে ৭/৮ জন লোক তাদের বাসায় এসে বলে পুলিশ ধাওয়া করেছে একটু বাসায় ঢুকতে দেন। এরপর তাদেরকে বাসায় ঢুকতে দিলে তারা লুৎফরের সঙ্গে মাগরিবের নামাজ পড়েন। নামাজ শেষে তারা পরিবারের ৮ সদস্যের হাত-পা বেধে ফেলে এবং মুখ কচটেপ দিয়ে বন্ধ করে দেয়। এরপর তারা এক ঘরে দুই জনকে এবং অন্য ঘরে চার জনকে জবাই করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়।

Leave a Reply