রাজধানীতে ৩ গাড়িতে আগুন

23/02/2015 7:47 amViews: 20

 

ঢাকা,  বিএনপি নেতৃতাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে রাজধানীতে ৩ গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাতরা।
রবিবার বিকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব গাড়িতে আগুন দেয়া হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মালিবাগ আবুল হোটেলের সামনে একটি পিকআপ ভ্যান ও পূর্ব রামপুরায় প্রাইভেটকারে আগুন দিয়েছে অজ্ঞাতরা।

রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এসব আগুন দেয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে মালিবাগ আবুল হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে এসে পিকআপ ভ্যানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলার আগেই পিকআপ ভ্যানটির অর্ধেক পুড়ে যায়।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে পূর্ব রামপুরা ডাচ্‌ বাংলা ব্যাংকের বুথ’র সামনে একটি প্রাইভেট কারে আগুন দেয় অজ্ঞাতরা। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিকাল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর সাইনবোর্ডের পাশে পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা ৬ নম্বর বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি।

Leave a Reply