রাজধানীতে ৩ গাড়িতে আগুন
ডেস্ক:
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা তিনদিনের হরতালের আগের দিন শনিবার রাজধানীতে তিনটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, সর্বশেষ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উত্তর বেগুনবাড়িতে দৈনিক আমাদের সময়ের অফিসের সামনে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তররা। খবর পেয়েই আগুন নেভাতে ছুটে
যান ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার রাজাধানীতে এ নিয়ে তিনটি গাড়িতে অগ্নসংযোগের ঘটনা ঘটলো বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা দুপুর ১২টার দিকে তেজগাঁও কলেজের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, তেজগাঁও কলেজের সামনে বাসে আগুন লাগার খবর পেয়ে রওনা হয় ফায়ার সার্ভিসকর্মীরা। তবে তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলাবাগান থানা এলাকার মিরপুর সড়কে দুপুর পৌনে ২টার দিকে একটি প্রাইভেটকারে দুর্বৃত্তরা হাতবোমা ছুড়ে মারে। এতে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।
তবে কলাবাগান থানার ওসি এনামুল হক জানিয়েছেন, প্রাইভেটকার লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের ঘটনায় গাড়িটির কাচ ভেঙ্গে যায়, আগুন ধরেনি।