রাজধানীতে ১৩ ‘ডাকাত’ আটক
ঢাকা, ২৬ মে:
প্রকাশ : ২৬ মে, ২০১৫

রাজধানীর মতিঝিল ও মোহাম্মদপুর থেকে ১৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি পুলিশের দাবি, আটকরা ‘ডাকাত’। সোমবার রাতে তাদেরকে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় আটক করা হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
আটক হওয়া ১৩ জনের কাছ থেকে ডাকাতির জন্য প্রস্তুত করে রাখা তিনটি পিস্তল, ১৩টি ককটেল, এক কেজি গানপাউডার, দুটি মাইক্রোবাস ও একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো বলে বলে ক্ষুদেবার্তা উল্লেখ করা হয়।