রাজধানীতে হত্যাকাণ্ডের শিকার ভাই-বোনের মা রিমান্ডে
রাজধানীর উত্তর বাসাবো এলাকায় নিজেদের বাসায় হত্যাকাণ্ডের শিকার দুই ভাই-বোনের মাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার ওই শিশু দুটির লাশ উদ্ধারের সময় থেকে মা তানজীন আক্তারকে পাওয়া যাচ্ছিল না।
শনিবার ভোরে বাসাবো এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন। পরে তাকে দুই শিশু হত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার আদালতে পাঠায় পুলিশ।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, ‘তানজীন আক্তারকে পাঁচ দিনের রিমান্ডে পাওয়া গেছে। সন্তানদের মৃত্যু নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের সাততলা ভবনের ছাদের বাসা থেকে শুক্রবার রাত ১০টার দিকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
ওয়াসার কম্পিউটার অপারেটর মাহবুবুর রহমান স্ত্রী তানজীন এবং দুই ছেলে-মেয়ে মাশরাফি বিন মাহবুব (৭) এবং হুমায়রা বিনতে মাহবুবকে (৪) নিয়ে ওই বাসায় থাকতেন।