রাজধানীতে সমকামীদের শোভাযাত্রা

15/04/2014 10:13 pmViews: 7

 

 

ঢাকা, ১৫ এপ্রিল  : রাজধানীতে প্রকাশ্যে প্রথমবারের মতো শোভাযাত্রা করেছে একটি দল। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সমকামীদের একটি দল এ শোভাযাত্রা করেছে  বলে ‘রূপবান’ নামে একটি ফেসবুক ফ্যান পেইজে দাবি করা হয়েছে।

ইতোপূর্বে ‘রূপবান’ সমকামীদের একটি পত্রিকা সাময়িকী প্রকাশ করে আলোচনায় আসে। ফেসবুকের ফ্যান পেইজটি ওই সাময়িকীটির যাতে একটি ছবি প্রকাশ করে সংবাদ প্রকাশ করেছে।

এ পেইজে বলা হয়েছে, সোমবার রাজধানীর শাহবাগে সকাল সাড়ে ৯টার দিকে মঙ্গল শোভাযাত্রার পরে পরেই এই শোভাযাত্রা বের করে সমকামীদের দল। সমকামীদের প্রতীক হিসেবে পরিচিত রংধনুর সাত রঙ এর সাথে মিল রেখে শোভাযাত্রাটি শাহবাগ থেকে রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে।

শোভাযাত্রায় সাতটি লাইনে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল রঙের পাঞ্জাবি পরিহিত সমকামীরা কাগজের ফুল, পাখি আর বেলুন। শোভাযাত্রা শেষে তারা হাতের বেলুন আকাশে উড়িয়ে দেয়। ভিন্ন আয়োজনের ওই শোভাযাত্রাটি উপস্থিত জনসাধারণের মধ্যে আগ্রহের সৃষ্টি করে।

Leave a Reply