রাজধানীতে ভুয়া ডিবি পুলিশসহ ৮ ছিনতাইকারী আটক
১৯ জুন, ২০১৫
রাজধানীতে চার ভুয়া ডিবি পুলিশ ও চার ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, আটকদের কাছে থেকে একটি অকিটকি, একটি হাতকড়া, দুটি ভুয়া পিস্তল, একটি বোমা, ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী ও ৩ ক্যামিকেল ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী বকুল জঙ্গী সংগঠনকে বোমা তৈরির সরঞ্জাম সরবরাহ করতো। তার স্বীকারোক্তি অনুযায়ী ৩ ব্যবসায়ীকে আটক করা হয়।