রাজধানীতে বন্ধুর হাতে তরুণ খুন

15/04/2014 10:10 pmViews: 7

ঢাকা, ১৫ এপ্রিল  : রাজাধানীর মোহাম্মদপুর বশিলা রোড এলাকায় বন্ধুর হাতে মেহেদী হাসান অপু (২৩) নামে এক তরুণ খুন হয়েছেন।

নিহত মেহেদী হাসান অপু একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন। তার বাবা মৃত আব্দুল মজিদ, বাসা কেরানীগঞ্জের ওয়াসপুর।

নিহত অপুর বন্ধু রুবেল জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বশিলা ব্রিজের পাশ থেকে কয়েকজন মিলে তাকে (অপুকে) ধরে নিয়ে যায়। পরে লাঠি দিয়ে বেধড়ক পেটায় এবং মাথায় ইট দিয়ে আঘাত করে।

অপুর পরিবারের লোকজন পরে খবর পায় তিনি (অপু) গুরুত্বর আহত অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তখন মা ও বড় ভাই তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টায় দিকে মেহেদী হাসান অপু মারা যান।

Leave a Reply