রাজধানীতে পুলিশ ও র্যাবের ওপর শিবিরের হামলা, আহত ৩
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে অভিযান চলাকালে পুলিশ ও র্যাবের ওপর হামলা চালিয়েছে ছাত্রশিবির। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে হাতে বানানো বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মো. আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হাজারীবাগের বৌ বাজারে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশও পাল্টা গুলি করে। পরে আহত অবস্থায় এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা খন্দকার মো. আলী। ওই শিবিরকর্মীর নাম আব্দুল মালেক (২৫)। পুলিশ জানিয়েছে, শিবিরের বোমা হামলায় হাজারীবাগ থানার উপপরিদর্শক আব্দুর রহিম, কনস্টেবল রাসেদুল ইসলাম এবং আনসার সদস্য বেলাল আহমেদ আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরক- মার্বেলসহ বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম, তাজা বোমা, লিফলেট উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় র্যাব সদস্যরার পুলিশকে সহায়তায় এগিয়ে এসেছিলেন বলে জানান হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মো. আলী।