রাজধানীতে পশুর হাট বসছে আজ থেকে

19/09/2015 1:42 pmViews: 3
রাজধানীতে পশুর হাট বসছে আজ থেকে

 

রাজধানীতে আনুষ্ঠানিকভাবে আজ শনিবার থেকে বসছে কোরবানির পশুর হাট। এবছর রাস্তার পাশে কোনো পশুর হাট বসছে না। নগরীর মোট ২৩টি স্থানে হাট বসানোর অনুমোদন দেয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার বিকাল থেকেই কোরবানির হাটগুলোতে গরুবোঝাই ট্রাকের ভিড় বাড়তে শুরু করে। হাটগুলোতে গরু ওঠা শুরু করলেও হাট জমজমাট হতে আরও দু’দিন সময় লাগবে। নগরবাসী এখনও কোরবানির পশু কেনা শুরু করেনি, তবে কয়েকজনকে হাটে আসতে দেখা গেছে।

এদিকে আগামী দুই একদিনের মধ্যে পশুর হাটগুলো জমে উঠবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনে ৭টি, উত্তর সিটি করপোরেশনে ১০টি ও জেলা প্রশাসনের অধীনে ৬টি পশুর হাট বসার অনুমতি দেয়া হয়েছে।

ঈদের সময় রাজধানীর প্রতিটি পশুর হাটে প্রতিদিন কোটি কোটি টাকার বেচা-কেনা হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলতে থাকে এই আর্থিক লেনদেন। এসব লেনদেন হয় নগদ টাকায়। টাকা বহন করে হাটে যাওয়াকে নিরাপদ মনে করেন না অনেক নাগরিক। এবার প্রতিটি হাটের নিরাপত্তায় ডিএমপি বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবারও প্রতিটি হাটেই পুলিশের কন্ট্রোল রুম থাকবে ও সিসি ক্যামেরা থাকবে। সার্বিক নিরাপত্তায় ডিএমপির সঙ্গে আর্ম পুলিশ ব্যাটালিয়ন ও র‌্যাব সমন্বয় করে কাজ করবে।

বিগত বছরগুলোতে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। তাই পশুর হাটের পাশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঈদের সময় হাটের ভেতরে ২৪ ঘণ্টার জন্য টাকা লেনদেনের জন্য বুথ স্থাপনের অনুরোধ করে ডিএমপি। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকে চিঠিও দেয়া হয়। তবে সম্প্রতি পুলিশের সঙ্গে মত বিনিময়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি বুথ সেবার বদলে সন্ধ্যার পর পর্যন্ত পার্শ্ববর্তী ব্যাংকের শাখা খোলা রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলে ঈদের আগে রাজধানীর প্রতিটি পশুর হাটের পাশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখা  সন্ধ্যায়ও খোলা থাকবে। এতে গরু, ছাগলসহ কোরবানির পশু কেনার জন্য ব্যাংক থেকে যে কোনো সময় টাকা তোলা যাবে। ঈদের আগে তিনদিন এ সেবা থাকবে রাত ৯টা পর্যন্ত।

এ নিয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, নির্ধারিত ২৩টি স্থানের বাইরে রাস্তার পাশে আর কোনো কোনো হাট বসবে না।

প্রতি বছরই ডিএমপির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এই বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমি নিজে এই বিষয়টি তদারকি করবো।

Leave a Reply