রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
04/08/2023 11:28 pmViews: 2
পূর্ব ঘোষিত সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১ গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টেকনিক্যাল মোড়ে এসে পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ায় প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিল থেকে নেতাকর্মীদের মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করেন তারা।