রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

22/03/2023 10:56 amViews: 3

mzamin

সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে একটি অতি মুনাফাখোর চক্র পবিত্র রমজান মাস আসার আগেই নিত্যপণ্যের বাজারে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি  ড. মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার রাজধানীর শাহজাদপুরে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। মিছিলটি বাড্ডা শাহজাদপুর বাসট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুলশান লিঙ্ক রোডে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দীন, মু. আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন ও শহীদুল্লাহ প্রমূখ।

Leave a Reply