রাজধানীতে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ২০ দলের বিক্ষোভ

06/09/2015 6:23 pmViews: 5
রাজধানীতে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ২০ দলের বিক্ষোভ

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।

রোববার রাজধানীর মতিঝিল, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর,হাজারীবাগসহ শাহবাগসহ বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।বিএনপি ও ছাত্রদলসহ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। তবে পুলিশের বাধা দেয়ার কোন খবর পাওয়া যায়নি।

বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জোটের পক্ষে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

কর্মসূচি ঘোষণা করে ২০-দলীয় জোটের দেওয়া বিজ্ঞপ্তির সঙ্গে  দেওয়া প্রচারপত্রে বলা হয়, গ্যাস-বিদ্যুৎ-সিএনজির ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধির ফলে অনিবার্যভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। এর বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ‘প্রতিবাদ’ ও ‘প্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়ে জোট বলেছে, এটা প্রতিরোধ করা না গেলে আগামী ডিসেম্বরে গ্যাসের দাম আরও বাড়বে। জনগণের কাছে কোনো দায়বদ্ধ সরকার এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে না।

Leave a Reply