রাজধানীতে কড়া নিরাপত্তা, যানবাহনে তল্লাশি, রেহাই পায়নি সংবাদকর্মীরাও
প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার রাজধানীজুড়ে ছিল কড়া নিরাপত্তা। গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়। যানবাহনে করা হয় তল্লাশি। এ তল্লাশি থেকে রেহাই পায়নি সংবাদকর্মীরাও।
এ ছাড়াও ভিআইপি, কূটনীতিকদের বাসভবনসহ বিভিন্ন স্থানে নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে। দুষ্কৃতকারীদের তাত্ক্ষণিক সাজা দিতে মাঠে রয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে সরেজমিনে দেখা গেছে রাজধানীর মতিঝিল, পল্টন, প্রেসক্লাব, বিজয়নগর, মালিবাগ, শাহবাগ, আজিমপুর, বাংলামোটর, মগবাজার, মহাখালী, গুলশান, বনানী, উত্তরা ও বিমানবন্দর এলাকাসহ বিভিন্নস্থানে রাস্তার মোড়ে মোড়ে, গলির মুখে ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে টহল দিচ্ছে র্যাব ও বিজিবি সদস্যরা।
পুলিশ জানায়, হরতালের নাশকতা রোধে পুলিশ বিশেষভাবে সতর্ক রয়েছে। পিকেটাররা বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করছে। পুলিশও তাদের মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ করছে।