রাজধানীতে এটিএম বুথে পেট্রোলবোমা
রাজধানীর শান্তিনগরে ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে পেট্রোলবোমা মেরেছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটক করতেও পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা বুথ লক্ষ্য করে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। মুহূর্তেই আগুন ধরে যায় বুথে। তবে এ সময় বুথের ভেতরে কোন গ্রাহক ছিল না। বুথের নিরাপত্তারক্ষী ও আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে। পরবর্তীতে পুলিশ এসে বুথটি ঘিরে ফেলে।