রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম: পরীমণি

31/12/2022 12:17 pmViews: 6

mzamin

 

পরীমণি-রাজের সংসার ভাঙার ইঙ্গিত

গত বেশ কিছুদিন ধরেই পরীমণি ও শরিফুল রাজের দাম্পত্যকলহের গুঞ্জন চলছিল। এবার পরী নিজেই তাদের বৈবাহিক সম্পর্কে ভাঙনের বিষয়টি প্রকাশ্যে আনলেন। শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটে পরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া একটি স্ট্যাটাসে রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টির স্পষ্ট ইঙ্গিত দিলেন।

পরীমণি লিখেছেন, হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। গত বছর ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১০ অক্টোবর গোপনে বিয়ে হয়েছিল তাদের। শরীফুল রাজ ও পরীমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। চলতি বছরের জানুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই তারকা দম্পত্তি। ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান, তার নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply