রহস্যময়ী প্রিয়াংকা

13/07/2015 10:56 amViews: 6

রহস্যময়ী প্রিয়াংকা

 ১৩ জুলাই ২০১৫

প্রকাশ ঝা পরিচালিত ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গঙ্গাজল’ ছবিটি ছিল ব্যাপক ব্যবসাসফল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগান। এবার ছবিটির সিক্যুয়াল অজয় ও প্রিয়াংকাকে প্রধান করে তা নির্মাণ করছেন পরিচালক। এ ছবিতে একজন নারী পুলিশের ভূমিকায় দেখা যাবে প্রিয়াংকাকে। তবে সন্ত্রাসীদের ধরতে গিয়ে একপর্যায়ে তাদের সঙ্গে মিশে যান প্রিয়াংকা। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আর এমন চরিত্র করতে গিয়ে ব্যাপক রগরগে দৃশ্যে অজয়ের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী। ছবিতে অজয়ের সঙ্গে চুম্বনের পাশাপাশি বিছানার একাধিক দৃশ্যে পারফর্ম করেছেন প্রিয়াংকা। একটি গানে কেবল অন্তর্বাস পরা প্রিয়াংকাকে দেখতে পাবেন দর্শক। তবে এর পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও এ অভিনেত্রী অসাধারণ অভিনয় করেছেন। তার প্রশংসা করে ছবির পরিচালক প্রকাশ ঝা বলেছেন, এ ছবিতে এক রহস্যময়ী প্রিয়াংকাকে দেখা যাবে। ছবিতে বহুরুপী একজন নারী পুলিশের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। আমি নিজেই মুগ্ধ হয়েছি। এদিকে এ ছবি প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, এটা একটি মসলাদার ছবি। একটি পরিপূর্ণ ছবি তৈরি করতে যে ধরনের মসলা দেয়া হয় তার সবটুকুই রয়েছে এখানে। আমি তো বলবো আমার চরিত্রটিও অনেক চমৎকার ও চ্যালেঞ্জের। কয়েক রকমভাবে এখানে আমাকে উপস্থাপন করেছেন পরিচালক। সব মিলিয়ে আমার নিজের অনেক ভাল লেগেছে। দর্শকদের ভাল লাগবে বলেই বিশ্বাস। উল্লেখ্য, ব্যয়বহুল ও বড় আয়োজনের ছবি ‘গঙ্গাজল-২’ চলতি বছরের শেষদিকে মুক্তি পাবে।

Leave a Reply