রমজানে স্কুল সময়সূচি পরিবর্তন হবে না
১৭ জুন, ২০১৫
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রমজান উপলক্ষে স্কুলের সময়সূচিতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি।
বছরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ক্যালেন্ডার করা হয়, ঠিক সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে বলে জানিয়েছেন।
বুধবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ডিআরইউ আয়োজিত ‘পিএসসি-জেএসসি-২০১৪ পরীক্ষায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের ক্যালেন্ডার অনুযায়ীই শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছিলাম। এবারও কোনো ব্যতিক্রম ঘটবে না। হরতাল-অবরোধের কারণে শিক্ষাব্যবস্থায় যে ক্ষতি হয়েছিল, তার প্রভাব আমরা কাটিয়ে উঠেছি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পিএসসি পরীক্ষা নিয়ে অনেকেই সমালোচনা করে বলেছেন, এই পদ্ধতি চালু করে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছি।কিন্তু এর ফলে শিক্ষার্থীদের ওপর কোনো চাপ বাড়েনি। আগে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা চালু ছিল।এর ফলে শিক্ষার্থীদের দুটি পরীক্ষা দিতে হতো। কিন্তু এখন একটি পরীক্ষা দিতে হয় এবং এখানে যারা ভালো করে তাদের বৃত্তিও দেওয়া হয়। ছেলেমেয়েরা এখন বলতে পারে তারা একটি সার্টিফিকেট পেয়েছে।
অনুষ্ঠানে পিএসসি ও জেএসসি-২০১৪ পরীক্ষায় উত্তীর্ণ ডিআরইউর সদস্যদের কৃতী সন্তানদের মধ্যে ২৫ জন এবং জেএসসিতে ১৭ জন, মোট ৪২ জনকে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতাকারী প্রতিষ্ঠান ঢাকা টাইমস টোয়েন্টিফোর সম্পাদক আরিফুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অনুষ্ঠানের আহ্বায়ক ফেরদৌস মোবারক প্রমুখ উপস্থিত ছিলেন।