রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
পুরো রমজান মাসেই স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশণা দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশণা দেয়া হয়।
এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০ রমজানের পর থেকে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রস্তাব দেন। কিন্তু রমজানের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা যায়, রমজানে মায়েদের সুবিধার্থে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন। সেহরির খাবার তৈরি এবং সকালে উঠে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া মায়েদের জন্য কষ্টকর। এ কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী পুরো রমজানেই ছুটির কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে পুরো রমজান ছুটির বিষয়টি নিশ্চিত করুন।”
এদিকে রমজান উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত অফিসের সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে।