রমজানে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা থাকবে
১৬ জুন, ২০১৫
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, আসন্ন রমজান মাসে দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
মঙ্গলবার বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। ব্যবসায়ী নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম রমজান থেকেই রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, রমজানে সেহরি ও ইফতার হবে লোডশেডিংমুক্ত। তবে ওই সময়ে বিদ্যুতের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে। সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে অতিরিক্ত লাইট ব্যবহার পরিহার ও এলইডি লাইট ব্যবহারের আহ্বান জানান তিনি। একইসঙ্গে সেহরি ও ইফতারের সময় এসি ব্যবহার না করতেও সবার প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী। বর্তমানে ৮টার মধ্যে দোকান পাট বন্ধ করতে হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. কায়কাউস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান শাহীনুর ইসলাম, দোকান মালিক সমিতির সভাপতি এমএ কাদের কিরণসহ অনেকে উপস্থিত ছিলেন।