রমজানে বাজার নিয়ন্ত্রণে মেয়রদের কঠোর নির্দেশ
রমজানে বাজার নিয়ন্ত্রণে মেয়রদের কঠোর নির্দেশ
০৯ জুন ২০১৫,মঙ্গলবার
আসন্ন রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি ভেজাল ও ফরমালিমুক্ত রাখতে ব্যবসায়ী ও কাউন্সিলরদের যথাযথ দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদ্বয়। পৃথক কর্মসূচী থেকে তারা এ নির্দেশ দেন। উত্তরে এক মতবিমিয় সভায় মেয়র আনিসুল হক বাজার নিয়ন্ত্রণে একাধিক মনিটরিং কমিটি গঠন করা হবে জানিয়ে প্রতিটি বাজারে পণ্যের মূল্য তালিকা রাখার এবং তা হালনাগাদ করার নির্দেশ দেন। দক্ষিণে মেয়র সাঈদ খোকন বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।
উত্তর সিটি
মহাখালি কমিউনিটি সেন্টারে ‘আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে’ এক মতবিনিময় সভার আয়োজন করে উত্তর সিটি করপোরেশন। ডিএনসিসি’র মেয়র আনিসুল হকের সভাপতিত্বে সভায় ওয়ার্ড কাউন্সিলরগণ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সদর আলী বিশ্বাস, ডিএনসিসি’র কর্মকর্তাগণ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) মীর রেজাউল আলমসহ বিভিন্ন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি, মাংস ব্যবসায়ী সমিতি, টিসিবি, এফবিসিসিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিএনসিসি’র আওতাধীন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের হুশিয়ারী দিয়ে মেয়র আনিসুল হক বলেন, একটি বাজারেও যদি ফরমালিন যুক্ত খাদ্যদ্রব্য পাই তবে তার কোনো নিস্তার নাই। এ বিষয়ে ডিএনসিসি’র সকল কাউন্সিলদের সবগুলো বাজার কঠোর ভাবে তদারকি করার জন্য নির্দেশ দেন মেয়র। তিনি বলেন, বাজারে ফরমালিন ও ভেজাল মুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত করা আমাদের একটি মূল কাজ। আমার নগরীর বাজার গুলোতে ফরমালিন মুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত করতে চাই। যে বাজারে ফরমালিন যুক্ত খাদ্যদ্রব্য পাওয়া যাবে তার কোনো নিস্তার নাই। অতএব আগেই সাবধান হয়ে যান। যত্রতত্র অবৈধ ভাবে বাজার বসার কারণেই নগরীতে যানজট সৃষ্টি হয় মন্তব্য করে তিনি বলেন, নগরীতে অনুমোদিত বাজারের বাইরে কোথাও যেন অবৈধ ভাবে কোনো বাজার বসতে না পারে। যারা এই অবৈধ বাজার বসাতে উৎসাহ দেয় তাদের সাবধান করার জন্য সকল কাউন্সিলরদের নির্দেশ দেন। এর পরেও যদি তারা অবৈধ বাজার বসায় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বাজারে মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, পুরো রমজানে নগরীর প্রতিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রমজান উপলক্ষে যত্রতত্র ইফতারির দোকান বসাতে দেয়া হবে না। যদি বসে তবে আইনগত ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মতবিনিময় সভায় তিনি আরো বলেন, পণ্য সরবরাহের ক্ষেত্রে পণ্যবাসহী পরিবহন যাতে নির্বিঘেœ ঢাকায় আসতে পারে এবং কোনো ব্যবসায়ী যাতে চাদাবাজি ও হয়রানীর শিকার না হয় সেদিকে মেট্রোপলিটন পুলিশের প্রতি আহ্বান জানান আনিসুল হক।
বাজার দরের খোঁজ নিলেন মেয়র খোকন
ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সকালে নগরীর হাতিরপুল কাঁচাবাজার সরেজমিন পরিদর্শন করেন। তিনি প্রতিটি দোকানের সামনে টাঙিয়ে দেয়া মূল্য তালিকা অনুযায়ী দোকানীরা পন্য বিক্রী করছে কিনা সে বিষয়ে মার্কেটে আসা ক্রেতাদের সাথে কথা বলেন। মেয়র মাছ বাজার, মুদী দোকানীসহ সকল ব্যবসায়ীকে একটি মাস রোজাদারসহ সাধারণ মানুষ যেন কষ্ট না পায় সেজন্য দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য দোকানীদের প্রতি আহবান জানান। মেয়রের সাথে এসময় মার্কেটের নেতৃবৃন্দ, সংস্থার রাজস্ব বিভাগসহ অন্যান্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।