রমজানে নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
০৮ জুন, ২০১৫
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজানে কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার বিকালে রাজধানীর কারওয়ানবাজারে ইটিভি কনফারেন্স রুমে ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের মজুদ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে। কারণ বাজারে চাহিদার তুলনায় দেড়গুণ পণ্য বেশি মজুদ রয়েছে। ব্যবসায়ীরা দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।