রমজানের প্রথম জুমা দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত

04/07/2014 4:17 pmViews: 8

ঢাকা, ৪ জুলাই  : পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজে শরীক হতে অনেক আগে থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন।

মসজিদে জায়গা না পেয়ে অনেকে বাইরেও নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে  জুমাকে কেন্দ্র করে মসজিদের সামনে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদেও ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।

Leave a Reply