রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন- ২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে ফরেন এক্সচেঞ্জ ইন পার্লামেন্ট রেগুলেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৫-এর খসড়ায়ও অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীতে গত শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।