রবিবার থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল
প্রতিবেদক : টানা দুই দফা ৬০ ঘণ্টা হরতালের পর এবার টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মহাসচিব পর্যায়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল জানান, রবিবার সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ হরতাল পালন করা হবে।
জনগণের ভোটের অধিকার রক্ষা করার জন্য এই কর্মসূচি জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বার বার আহ্বান জানালেও সরকার ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তাই ফের হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এদিকে সংলাপ না হওয়ার জন্য বিরোধী দলকে দায়ী করলেও শেষমেষ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলের নেতার প্রতি সংলাপের দাওয়াত এখনও বহাল আছে।
শেখ হাসিনা বলেন, আমি তো দাওয়াত দিয়েই রেখেছি। দাওয়াত রয়েই গেছে। বিরোধীদলীয় নেতার আমন্ত্রণ বহাল আছে, তিনি চাইলেই গণভবন আসতে পারেন।
অন্যদিকে সংলাপে সরকারের সদিচ্ছা নেই বলে অভিযোগ খালেদা জিয়ারও। আলোচনায় রাজি আছেন জানিয়ে তিনি বৃহস্পতিবারও বলেছেন, তাদের আন্দোলন চলবে।
প্রতিবেদক : টানা দুই দফা ৬০ ঘণ্টা হরতালের পর এবার টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মহাসচিব পর্যায়ে এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল জানান, রবিবার সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ হরতাল পালন করা হবে।
জনগণের ভোটের অধিকার রক্ষা করার জন্য এই কর্মসূচি জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বার বার আহ্বান জানালেও সরকার ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তাই ফের হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এদিকে সংলাপ না হওয়ার জন্য বিরোধী দলকে দায়ী করলেও শেষমেষ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধী দলের নেতার প্রতি সংলাপের দাওয়াত এখনও বহাল আছে।
শেখ হাসিনা বলেন, আমি তো দাওয়াত দিয়েই রেখেছি। দাওয়াত রয়েই গেছে। বিরোধীদলীয় নেতার আমন্ত্রণ বহাল আছে, তিনি চাইলেই গণভবন আসতে পারেন।
অন্যদিকে সংলাপে সরকারের সদিচ্ছা নেই বলে অভিযোগ খালেদা জিয়ারও। আলোচনায় রাজি আছেন জানিয়ে তিনি বৃহস্পতিবারও বলেছেন, তাদের আন্দোলন চলবে।
– See more at: http://dailybartoman.com/index.php?page=details&nc=4&news_id=12298#sthash.nKHVoTuR.dpuf