রফিকুল, আমানসহ ২৮ নেতার বিরুদ্ধে পরোয়ানা
রফিকুল, আমানসহ ২৮ নেতার বিরুদ্ধে পরোয়ানা
বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল আজ এ দিন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ২৮ জন আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, জাতীয় নিবার্হী কমিটির সদস্য এডভোকেট সৈয়েদা আশিয়া আশরাফী পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর নবী খান সোহেল, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলী, জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. শেখ শিবলী নোমানীসহ ২৮ জন। এ মামলার বাকি আসামিরা জেল হাজতে রয়েছেন। ২০১৫ সালের ২৮শে জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় মিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার রাজিব আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১০ জনের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলাটি দায়ের করেন। পরে এ মামলায় ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।