রফতানি পণ্যের গুণগত মান ধরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

20/07/2016 1:13 pmViews: 3
রফতানি পণ্যের গুণগত মান ধরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান
 
রফতানি পণ্যের গুণগত মান ধরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

ফাইল ছবি
রফতানি পণ্যের গুণগত মান ধরে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবারসকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, সামান্য মুনাফার জন্য রফতানি পণ্যে ভেজাল দিয়ে দেশের সুনাম নষ্ট করবে না। শুধু রফতানি পণ্য নয় দেশীয় বাজারে যেসব পণ্য বিক্রি হয় সেখানেও ভেজাল মেশাবেন না।
তিনি বলেন, দেশের ১ কোটি ৮২ লাখ মানুষের জীবন-জীবিকা মৎস্য সম্পদের সঙ্গে সম্পর্কিত। কৃষিজ আয়ের প্রায় ২৪ ভাগ আসে এই খাত থেকে। জিডিপিতে মৎস্যসম্পদের অবদান প্রায় ৪ শতাংশ। তাই দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছি।

Leave a Reply