রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় –
প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার দুপুর একটায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. আকতার হোসেন বিরোধীদলীর নেতার কার্যালয়ে শুভেচ্ছা সম্বলিত প্রধানমন্ত্রীর ঈদকার্ডটি পৌঁছে দেন।
এদিকে দুপুর দেড়টার দিকে বিরোধীদলীয় নেতার একান্ত সহকারী সচিব সুরুতউজ্জামান বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা সম্বলিত ঈদকার্ডটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।