রণবীরের সঙ্গে অভিনয়ে অস্বস্তি কাটরিনার!

06/10/2015 12:19 pmViews: 6

রণবীরের সঙ্গে অভিনয়ে অস্বস্তি কাটরিনার!

 

রণবীর কপূরের সঙ্গে অভিনয় করতে নাকি স্বচ্ছন্দ নন কাটরিনা কইফ! এ কথা স্বীকার করলেন খোদ নায়িকাই। কিন্তু কী এমন হল যে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে অস্বস্তি হচ্ছে ক্যাট সুন্দরীর? এর আগে তো ‘আজব প্রেম কি গজাব কহানি’ বা ‘রাজনীতি’তে এই জুটিকে এক সঙ্গে দেখেছেন দর্শকরা। শোনা যাচ্ছে, অনুরাগ বসুর আসন্ন ছবি ‘জগ্গা জাসুস’-এ রণবীরের সঙ্গে শুটিংয়ে সমস্যায় পড়েছেন ক্যাটরিনা!

এ ব্যাপারে কাটরিনা কী বলছেন? তাঁর কথায়, ‘‘আসলে আমরা যাকে খুব কাছ থেকে চিনি, জানি— তার সঙ্গে কাজ করা সত্যিই মুশকিল। কারণ ছবির সেটে সে খুব ভাল করে বুঝতে পারবে যে আমি অভিনয় করছি।’’ নায়িকার এই যুক্তি শুনেই নতুন গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। একাংশ বলছেন, সিনেমাতে তো অভিনয়ই করতে হয়। তা হলে আলাদা করে কোন অভিনয়ের কথা বলছেন নায়িকা?

Leave a Reply