রক্ত যত লাগে দিব, তবুও গণতন্ত্রকে মুক্ত করবো : শামসুজ্জামান দুদু
রক্ত যত লাগে দিব, তবুও গণতন্ত্রকে মুক্ত করবো : শামসুজ্জামান দুদু
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রক্ত যত লাগে দিব। তবুও গণতন্ত্রকে মুক্ত করবো। নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবকিছুর জন্য প্রস্তুত থাকেন। ডাক যখন আসবে আমাদের নেমে পড়তে হবে।
রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আজকের এই সভা থেকে সরকারের কাছে একটি বার্তা পৌঁছে যাবে। আর তা হলো আজকে থেকে পরিবর্তন শুরু হলো।
তিনি বলেন, আজ যে সভাটা জাতীয় প্রেসক্লাবে হলো এই সভাটা যখন রাজপথে নিতে পারব, তখন বর্তমান যারা ক্ষমতায় আছে তারা পালানোর রাস্তা পাবে না। যেমন ভাবে আফগানিস্তানে হয়েছে কে আগে হেলিকপ্টারে উঠে তেমন হবে। শহীদ জেহাদ আমাদের সে রাস্তাটা দেখিয়ে গেছেন।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদের দেশ নেতা তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনতে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি আমাদের মাঝে আনতে হয়। কাজ একটাই, এই সরকারকে হঠানো। এই কাজটি যদি আমরা করতে ব্যর্থ হই। তাহলে যে মাশুল আমাদেরকে দিতে হবে সেটা অনেক বড় মাশুল।
বিএনপির শীর্ষস্থানীয় নেতা বলেন, রক্ত যত লাগে দিব। সবকিছুর জন্য প্রস্তুত থাকেন। ডাক যখন আসবে আমাদের নেমে পড়তে হবে। এর কোনো বিকল্প নাই। ডাকের অপেক্ষায় আমরা থাকলাম।
নব্বইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলনের পরিচালনায় আলোচনা সভায় নব্বইয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, মোস্তাফিজুর রহমান বাবুল, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুতফুর রহমান, সাইফুল আলম নিরব, আসাদুর রহমান খান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, নাজির উদ্দিন জেহাদের বড় ভাই কে এম বশিরসহ সাবেক ছাত্র নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মীর সরফত আলী সপু, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, হেলেন জেরিন খান, শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, আকরামুল হাসান, আনিসুর রহমান তালুকদার খোকন, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, মামুন হাসান, এসএম জাহাঙ্গীরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।