‘রক্ত দিয়ে হলেও সকলকে সমঅধিকার দেয়া হবে’

25/08/2016 5:17 pmViews: 18
‘রক্ত দিয়ে হলেও সকলকে সমঅধিকার দেয়া হবে’
 
‘রক্ত দিয়ে হলেও সকলকে সমঅধিকার দেয়া হবে’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘রক্ত দিয়ে হলেও সকল সম্প্রদায়ের মানুষকে সমঅধিকার দেয়া হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর পূজামণ্ডপে আয়োজিত ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান পরিষদের সভাপতি ও বর্তমান পৌর কাউন্সিলর বাবু শ্রী কৃষ্ণকমল পাণ্ডে এতে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সকল ধর্মের মানুষকে এক সঙ্গে নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। যদি আপনাদের উপরে বিন্দুমাত্র কোনা হুমকি আসে তবে আমাকে জানাবেন।’
এ সময় তিনি উপজেলার ৩৭টি পূজামণ্ডপের প্রতিটিতে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দেয়ার ষোষণা দেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল আলম, সাধারণ সম্পাদক বাবুল ইসলাম এবং সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা খাতুন লতা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply