রক্তমাখা মাইক্রোবাস জব্দ, আটক ৩
নারায়ণগঞ্জ : সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জন অপহরণের পরে হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রক্তমাখা মাইক্রোবাস জব্দ ও তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর সোয়া ১টায় জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় ঢাকার ডিআইজি গোলাম ফারুকও উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন জানান, সিআইডির ফরেনসিক বিভাগ মাইক্রোবাসটি এই হত্যার কাজে ব্যবহৃত হয়েছে কিনা তার আলামত পরীক্ষা করেছে। এছাড়া, আটককৃতদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্তের স্বার্থে আটককৃতদের পরিচয় গোপন রাখা হয়েছে বলেও জানা যায়।
এর আগে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় টেকপাড়া এলাকায় অবস্থিত নূর হোসেনের বাড়ির চারপাশ সকাল সাড়ে ১০টা থেকে ঘেরাও করে রাখে পুলিশ। পরে বেলা ১১টায় নূর হোসেনের বাড়িতে তল্লশি শুরু করে। তার বাড়ির গ্যারেজ থেকে একটি রক্তমাখা মাইক্রোবাস উদ্ধার করেছে পুলিশ।
অভিযান চলাকালে গণমাধ্যমের কোনো কর্মীকে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সকালের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছিলেন।