রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে : মজিবুল হক চুন্নু

21/12/2013 9:49 pmViews: 3

ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৩ (বাসস) : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবুল হক চুন্নু বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে।
শনিবার রওশন এরশাদের গুলশানের বাসভবন থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এদিকে শনিবার সন্ধ্যায় এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় বাসস’কে বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে আরো দুই জনকে অন্তর্ভুক্ত করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি জানান, পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু এবং এডভোকেট সালাউদ্দিন কাদেরীকে পদোন্নতি দিয়ে পার্টির ভাইস চেয়ারম্যান করা হয়েছে। গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
মজিবুল হক চুন্নু বেগম রওশন এরশাদের গুলশানের বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে। তাতে দলের চেয়ারম্যানও রাজি আছেন। তিনি কিশোরগঞ্জ থেকে নির্বাচন করছেন।’
মজিবুল হক চুন্নু শিগগিরই তার এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন বলে দলের নেতা-কর্মীরা জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার দলের অপর প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদও বলেছিলেন এরশাদের অনুমতিতে রওশন এরশাদের নির্দেশে তাঁরা নির্বাচনে যাচ্ছেন।

Leave a Reply