রওশনকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা

19/01/2016 11:20 amViews: 8
রওশনকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা
সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেয়া হয়েছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্যদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি।

সোমবার রাতে রওশন এরশাদের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে রোববার রাতে রংপুরে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন।

এদিকে পার্টি চেয়ারম্যানের এ ঘোষণার প্রতিক্রিয়ায় রওশন এরশাদ তার বাসভবনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম এবং সংসদ সদস্যদের যৌথসভা আহ্বান করেন। বৈঠকে রওশন এরশাদ সভাপতিত্ব করেন।

পরে এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রে কো-চেয়ারম্যানের কোনো পদ নেই। রোববার দলের চেয়ারম্যান প্রেসিডিয়ামের সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়াই তার আপন ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান এবং তার উত্তরসূরি ঘোষণা দেন।

‘একইসঙ্গে দলের কেন্দ্রীয় সম্মেলনের জন্য পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি এবং এবিএম রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব ঘোষণা দেন তিনি যা গঠনতন্ত্র পরিপন্থী ও বহির্ভূত’ যোগ করেন তিনি।

জিয়াউদ্দিন আহম্মেদ আরও দাবি করেন, ‘জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা বলে কো-চেয়ারম্যান হিসেবে তিনি (এরশাদ) কাউকে ঘোষণা দিতে পারেন না। তার এই ঘোষণার প্রেক্ষিতে পার্টির প্রেসিডিয়াম, সংসদ সদস্য এবং পার্টির হাজার হাজার কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।’

Leave a Reply