রইসির পরবর্তী ইরানের নতুন প্রধান বিচারপতি মোহসেনি এজেয়ি
ইরানের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি দেশটির নতুন প্রধান বিচারপতির পদে গোলাম হোসাইন মোহসেনি এজেয়িকে নিয়োগ দিয়েছেন। বর্তমান প্রধান বিচারপতি সাইয়েদ ইবরাহিম রইসি গত ১৮ জুন অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এজেয়িকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হলো।
গোলাম হোসাইন মোহসেনি এজেয়ি বর্তমানে উপ-প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী আগস্টে ইবরাহিম রইসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আয়াতুল্লাহ খামেনি নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতিকে ন্যায়বিচার সম্প্রসারণ, জনগণের অধিকার রক্ষা, আইনগত স্বাধীনতা নিশ্চিত করা, আইনের যথাযথ বাস্তবায়নে তদারকি করা, অপরাধ দমন করা এবং দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানান।
২০১৪ থেকে গোলাম হোসাইন মোহসেনি এজেয়ি উপ-প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে আসছেন। উপ-প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি অ্যাটর্নি জেনারেল, গোয়েন্দা মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রীসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ইবরাহিম রইসির মতোই তার ওপরও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে।