রংপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

24/12/2015 3:40 pmViews: 10
রংপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা  রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎসকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে তার লাশ পাওয়া যায়। সাংবাদিক মশিউর রহমান উৎস বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা শাখার সদস্য সচিব এবং সিটি প্রেসক্লাবের সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও সহকর্মীরা জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার খালার বাসায় যাওয়ার কথা বলে অফিস থেকে বের হন উৎস। এরপর আজ সকালে ধান গবেষণা ইনস্টিটিউটের কাছে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও তার সহকর্মীরা লাশ সনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, নিতহ সাংবাদিক উৎসের মাথায় ছোরা দিয়ে আঘাত করা হয়েছে।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply