রংপুরে বিস্ফোরক মামলায় ৭ শিবিরকর্মীর ২০ বছরের সাজা

রংপুরে ৭ শিবিরকর্মীকে পৃথক দুই বিস্ফোরক মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।
মঙ্গলবার সকালে রংপুর বিশেষ ট্রাইবুইনাল-৩ এর বিচারক আবু জাফর মোহাম্মাদ কামরুজ্জামান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ৭ শিবিরকর্মীর মধ্যে আহসান হাবিব ও মুস্তফা জেলহাজতেই রয়েছেন। অন্যরা পলাতক। পলাতক দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেদী হাসান, রবিউল ইসলাম, মনোয়ার হোসেন, মাজেদুল ইসলাম, মইনুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ মার্চ রংপুর নগরীর কলেজ পাড়া অমি-অনি ছাত্রাবাসে র্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে ককটেল, পেট্রল, লোহার রোড, জিহাদি বই, শিবিরের চাঁদা আদায়ের রশিদসহ দু’জনকে গ্রেফতার করে।
পরদিন রংপুর সদর থানার এসআই মোক্তারুল আলম বাদী হয়ে বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন।