যৌন নিপীড়নের দায়ে ঢাবি শিক্ষক চাকরিচ্যুত
০১ জুলাই, ২০১৫
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরেফিন সিদ্দিক বলেন, নাট্যকলা বিভাগের শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতেই তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
এর আগে অধ্যাপক সাইফুল ইসলামকে ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
গত বছর বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এরপর তার শাস্তির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলে। পরে ১৫ সেপ্টেম্বর সিন্ডিকেটের জরুরি সভায় অধ্যাপক সাইফুলকে সাময়িক বরখাস্ত করা হয়। সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতিও দেয়া হয়।
তবে তাকে বরখাস্ত করলেও থামেনি শিক্ষার্থীদের আন্দোলন। তারা এই শিক্ষককে চাকরিচ্যুত করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল।