যৌতুক ॥ নির্যাতনের পর গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্ঠা

28/10/2013 11:19 amViews: 10

বরিশাল প্রতিনিধি :যৌতুকের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের দু’সন্তানের জননী এক গৃহবধূকে রবিবার রাতে অমানুষিক নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্ঠা করেছে পাষন্ড স্বামী। মুর্মুর্ষ অবস্থায় এলাকাবাসি ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
উপজেলার হরিসেনা গ্রামের জয়নাল আবেদীনের কন্যা ও হাসপাতালে শষ্যাশয়ী গৃহবধূ হেপী বেগম (২৫) জানান, ছয় বছর পূর্বে পাশ্ববর্তী হাপানিয়া গ্রামের মালেক সরদারের পুত্র রাসেল সরদারের (৩০) সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায়ই রাসেল তাকে নির্যাতন করে আসছিলো। একপর্যায়ে তার (রাসেলের) দাবি অনুযায়ী হেপীর পিতা মেয়ে জামাতাকে একটি নসিমন ভ্যান ক্রয় করে দেন। অতিসম্প্রতি ৫০ হাজার টাকার জন্য রাসেল তার (হেপী বেগমের) ওপর নির্যাতন শুরু করে। তারই ধারাবাহিকতায় রবিবার রাতে হেপীকে অমানুষিক নির্যাতন করে মুখে বিষঢেলে হত্যার চেষ্ঠা চালানো হয়। এসময় তার (হেপীর) চিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজনে এগিয়ে এসে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। পাষন্ড রাসেল সরদার নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply