যৌণ নিপিড়ন ॥ আগৈলঝাড়ার আট কলেজ ছাত্রকে বহিস্কার
প্রেমানন্দ ঘরামী, বরিশাল ॥ যৌন নিপিড়নের অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা স্কুল এ্যান্ড কলেজের আট ছাত্রকে গতকাল বুধবার দুপুরে কলেজ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র মধু জানান, কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী ও আমবৌলা গ্রামের এনামুল হক হাওলাদারের কন্যা তানিয়াকে দীর্ঘদিন থেকে যৌন নিপিড়ন করে আসছিলো সহপাঠী পয়সারহাট গ্রামের কাঞ্চন মিয়ার পুত্র ইমরান হোসেন হৃদয়। বিষয়টি তানিয়া তার পরিবারের কাছে জানালে তানিয়ার মামা রাকিব বকতিয়ার গত ২২ সেপ্টেম্বর সকালে তার কাছে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন দুপুরে ইমরান ও তার সহযোগীরা (বহিস্কৃতরা) রাকিব ও তার বন্ধু মিলনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। আহতদের প্রথমে আগৈলঝাড়া পরে বরিশার শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ গতকাল বুধবার দুপুরে জরুরি সভা করে যৌণ নিপিড়নসহ হামলার ঘটনার সাথে জড়িত দ্বাদশ শ্রেনীর ব্যবসায় শিক্ষা শাখার ইমরান হোসন হৃদয়, আরিফ সরদার, হাসিব মিয়া, সুজন খান, মানবিক শাখার মোঃ মহিবুল্লাহ, একাদশ শ্রেনীর ছাত্র আলী আকবর মিয়া, শশী ঢালী ও আরিফ তালুকদারকে কলেজ থেকে সাময়িক বহিস্কারের ঘোষণা করেন।