যেসব পণ্যের দাম বাড়ছে

04/06/2015 5:57 pmViews: 8
যেসব পণ্যের দাম বাড়ছে

 ০৪ জুন, ২০১৫

২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী‌ আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তব্যে এই প্রস্তাবনা দিয়েছেন।

যেসব পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে- মানুষের খাওয়ার উপযোগী মাছের টুকরা বা গুড়া (আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত) ১০ থেকে ২০ শতাংশ, শুকনা, লবণাক্ত বা লবণের দ্রবণে সংরক্ষিত কিন্তু ধুমায়িত নয় এমন কাটা ছাড়ানো মাছ (আড়াই কেজি পর্যন্ত মোড়ক বা টিনজাত ব্যতীত) ১০ থেকে ২০ শতাংশ, অন্যান্য শুকনা মাছ (লবণাক্ত হোক বা না হোক) ধুমায়িত নয় (আড়াই কেজি পর্যন্ত মোড়ক টিনজাত ব্যতীত), হিমায়িত চিংড়ি ১৫ থেকে ২০ শতাংশ, মাখন এবং অন্যান্য দুগ্ধজাত চর্বি ও তেল, গেইরি স্প্রেডস ১৫ থেকে ২০ শাতাংশ, তাজা বা ঠাণ্ডা টমেটো ১৫ থেকে ২০ শতাংশ, সুপারি ৩ কেজি পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ, চা পাতা ১৫ থেকে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

Leave a Reply