যেকোনো মূল্যে শাপলা চত্বরে সমাবেশ সফল করবে হেফাজত: কাসেমী
আগামী ২৪ ডিসেম্বর যেকোনো মূল্যে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ সফল করবে হেফাজতে ইসলাম বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী। শনিবার রাজধানীর বারিধারায় নিজ মাদ্রাসায় সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
নূর হোসাইন কাসেমী বলেন, সমাবেশের অনুমতির জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। সরকার অনুমতি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সমাবেশ সফল করতে সরকার ও বিরোধী দলের সার্বিক সহযোগিতাও কামনা করেন। তিনি বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী প্রমুখ।